নারায়ণগঞ্জ টিভি ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার আলিম পরীক্ষার্থী নাজমুস সাকিব নাবিল (২০) হত্যার অভিযোগে অভিযুক্ত তার মা নাসরিন আক্তারের লাশ নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৩১ মে বিকেলে নরসিংদী শহরের বাজিরমোড়ের নিরালা নামের আবাসিক হোটেলের ৬ নং কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ১ লা জুন মঙ্গলবার দুপুরে নিহতের আত্মীয় স্বজন মৃতদেহটি নিহত নাসরিন আক্তারের বলে সনাক্ত করেন।
নরসিংদীর হোটেলের রেজিস্টারে নাবিলের মা নিজের নাম রেহানা আক্তার বলে উল্লেখ করলেও পরে হোটেল কক্ষে তার ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয় পত্র থেকে নরসিংদী পুলিশ তার আসল পরিচয় জানতে পারে।
গত ৩০ মে রোববার নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নাজমুছ সাকিব নাবিলকে মসলা পেশার শিল ও একটি ছুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে তার মা নাসরিন আক্তার। ৩১ মে ভোররাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবিলের মৃত্যু হয়। এলাকাবাসি বলছেন, নাবিলকে হত্যার কারন তারা বুঝতে পারছেন না।
নিহত নাবিলের মা নাসরিন আক্তার মানষিক সমস্যায় ভূগছিলেন বলে জানান তার স্বামী সগির আহমেদ। তবে তার ছেলেকে স্ত্রী-ই হত্যা করেছে না কোনো তৃতীয় পক্ষ এর সাথে জড়িত, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না বলে জানান।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান টেলিফোনে জানান, মানষিক সমস্যার কারনেই মা নাসরিন, ছেলে নাবিলকে হত্যার পর আত্মহত্যা করেছে বলে তারা মনে করছেন। মা নাসরিন জীবিত থাকলে তাকে জ্ঞিাসাবাদ করে জানা যেতো তিনি কেনো এ হত্যা করেছেন। তবে এর সাথে তৃতীয় কোনো পক্ষ জড়িত কিনা তা-ও পুলিশ খতিয়ে দেখছে বলে তিনি জানান। #
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। ১-৬-২০২১।
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...