নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পনের বছর বয়সী কিশোরি দিশা মনি গত ৪ জুলাই বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পেয়ে এক মাস পর ৬ আগস্ট থানায় অপহরণ মামলা করেন বাবা জাহাঙ্গীর হোসেন। দিশার মায়ের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে গত ৭ ও ৮ আগস্ট পুলিশ একই এলাকার রকিব, আবদুল্লাহ ও খলিল নামের তিনজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে খলিল নৌকার মাঝি। গ্রেফতারের পর এই তিন আসামী দুই দফা রিমান্ড শেষে কিশোরী দিশাকে ধর্ষণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করে ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেয় বলে পুলিশ সেসময় গণমাধ্যমকে জানায়। বর্তমানে আসামীরা জেলাহাজতে রয়েছেন।
তবে ঘটনার প্রায় দেড় মাস পর গতকাল ২৩ আগস্ট বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে ওই কিশোরীকে জীবিত উদ্ধার করে পরিবারের সদস্যরা। মেয়েটির বাবা জাহাঙ্গীর হোসেন ও মা রেখা আক্তার বিষয়টি রাতে সদর থানায় গিয়ে জানান। তারা জানায় তাদের মেয়ে অন্য এক যুবকের সাথে পালিয়ে বিয়ে করে স্বামীর সাথে দেড় মাস যাবত ভাড়া বাসায় বসবাস করে আসছে। আসামীদের বিরুদ্ধে এখন তাদের আর কোন অভিযোগ নেই।
মৃত কিশোরী ফিরে আসায় এ মামলায় তিনজনকে গ্রেফতার ও তাদের জবানবন্দি দেয়ার বিষয়টিসহ পুলিশের পুরো তদন্ত নিয়ে প্রশ্ন তৈরী হয়েছে। আসামী আব্দুল্লাহর মা শিউলি বেগম ও খলিল মাঝির স্ত্রী শারমিন বেগম জানান, পুলিশ রিমান্ডে আসামীদের মারধর করেছে স্বিকারোক্তি আদায় করেছে। তিন পরিবারে কাছ থেকে ৪৭ হাজার টাকা ঘুষও আদায় করেছে বলে অভিযোগ করে তারা পুলিশের এই কর্মকর্তার বিচার দাবী করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, তদন্ত কর্মকর্তার গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঈদ উল আজহার রাতে সিদ্ধিরগঞ্জে শুভ হত্যা মামলার প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। ভোলাইলের শরীফ হত্যাকান্ডের চার্জশীট প্রদান নিয়েও তার পরিবারের রয়েছে অভিযোগ। এ সময়ে জীবিত কিশোরীকে মৃত প্রমান করে তিনজনকে মামলায় ফাসানোর অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। #
রিপোর্টঃ শরীফ উদ্দিন সবুজ
তারিখ: ২৪.০৮.২০২০
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...