নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জের জিমখানায় এক ভবনে রয়েছে তিন শতাব্দীর ইট। ভবনটির মূল অংশটি সাড়ে পাঁচশ বছরেরও বেশি পুরনো বলে জানিয়েছেন ভবনটির প্রাচীন মালিকদের বংশধর।
নারায়ণগঞ্জের ডিআইটি মার্কেটের শেষে জিমখানা সিএনজি-অটো ষ্ট্যান্ড। এই ষ্ট্যান্ডের পাশেই দেখা মেলে কয়েকটি পুরনো ভবনের। ১৮৮৫ সালে নারায়ণগঞ্জ থেকে প্রথম রেল চলাচল শুরু হয়। যেটি ছিলো পুরো বাংলার সবচেয়ে পুরনো রেললাইনগুলির অন্যতম। সেসময় নারায়ণগঞ্জের রেল ষ্টেশনটি ছিলো এই জিমখানাতে। পরে সেটি বর্তমান স্থানে সড়িয়ে নেয়া হয়। এ ভবনগুলির পাশেই রয়েছে প্রায় সাড়ে পাঁচশত বছরের পুরনো একটি মসজিদ। প্রাচীন এ মসজিদটি যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বেপারী বংশের বংশধর পশ্চিম দেওভোগ পাঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আহম্মদ আলী বেপারী জানান, তাদের পূর্ব পুরুষরা এক সময় সৌদি আরব থেকে মুঘল বাদশা আকবরের সময় ভারতে আসেন। পরে আওরঙ্গজেবের সময়ে তারা বরিশালে আসেন। সেখান থেকে ১৪০০ শতকের শুরুর দিকে তারা নারায়ণগঞ্জে এসে ব্যবসা শুরু করেন। থাকার জন্য তারা জিমখানার এই ভবনগুলি নির্মাণ করেন। ভবনের পাশে পরিবারের লোকজনের গোসল করার জন্য একটি পুকুর এবং আরেক পাশে মসজিদের জন্য একটি পুকুর খনন করান তারা। মসজিদের পুকুরটি এখনো আছে। পারিবারিক পুকুরটি না থাকলেও মাটিতে ঘাটের অবশেষ আছে। তিনি বলেন, যে ভবন দু’টি তাদের পরিবারের চিহ্ন হিসেবে টিকে রয়েছে সেটিতে একদিকে সাড়ে পাঁচশত বছর পূর্বের ইট রয়েছে। পরে তাদের সম্পত্তি রেলষ্টেশন নির্মাণের জন্য তারা রেলওয়েকে দিয়ে দেন। প্রায় দেড়শত বছর পূর্বে রেলওয়ে ষ্টেশন নির্মাণের জন্য তাদের সম্পত্তি অধিগ্রহন করে ভবন দুইটি সংস্কার করে। সেই দেড়শত বছর পূর্বের ইট ভবনগুলিতে রয়েছে। আবার সাম্প্রতিক সময়ে ভবনগুলি জরাজীর্ন হয়ে পড়লে যারা এসব ভবনগুলি ব্যবহার করছেন তারাও এগুলিকে সংস্কার করেছেন। ফলে বর্তমান সময়ের ইট-ও রয়েছে এ ভবন দুইটিতে। সব মিলিয়ে এ ভবনগুলিতে তিন শতাব্দির ইট রয়েছে বলে তিনি জানান।
পুরনো ভবনের ইট পরীক্ষা করে বয়স বের করার পদ্ধতি রয়েছে। সে পদ্ধতি প্রয়োগ করলেই জানা যাবে এ ভবনে থাকা ইটগুলির বয়স বা এ ভবন দুইটির বয়স কত। #
ভিডিওটির গবেষনা, স্ক্রিপ্ট ও নির্দেশনাঃ শরীফ উদ্দিন সবুজ,
কন্ঠ ঃ তাসনিয়া ইসলাম
ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মঈন উদ্দিন
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...