নারায়ণগঞ্জ টিভি : প্রধানমন্ত্রীর নির্দেশনার দীর্ঘ আড়াইমাস পর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে ১০ শয্যার কাঙ্খিত আইসিইউ ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এসময় তিনি বলেন, যে ব্যাংকে ডিফল্টার, ব্যবসায় ডিফল্টার তার এত টাকা আসলো কোত্থেকে ? আগে কথায় বলতো তুই রাজাকার। এখন বলতে হবে তুই চোর। আমি দেখায় দিবো কে কে চোর।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম ওসমান অদূর ভবিষ্যতে এই আইসিইউ ইউনিটকে ৫০ শয্যায় এবং পুরো হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতসহ মেডিকেল কলেজ হাসাপাতালে রূপান্তর করার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি হাসাপাতালে ঠিকাদারি ব্যবসার মাধ্যমে নানা ধরণের অনিয়ম দূর্ণীতি ও অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনাও দেন। সাংসদ সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে টেন্ডার আর চিকিৎসা নিয়ে যে পরিমান চুরি হয়েছে তা আমি আমার জন্মে আর কখনও দেখিনি। এখানে একটি চক্র নিজেদের অমুক তমুকের পিএ পরিচয়ের সুযোগে কোটিপতি হয়েছে। হাসপাতালের সকল দায়িত্বে আমার উপর থাকার পরেও আমি এদের কাছে অসহায়। কখন টেন্ডার হলো, কারা টেন্ডার পেলো, কোনকিছু সম্পর্কেই আমি অবগত না। পরে ফাইলপত্র ঘেটে দেখলাম শুধু চুরি নয়, পুকুর চুরি হয়েছে। আমি ঘোষণা দিচ্ছি দ্রুত অডিট রিপোর্ট করে এদের দুদকের হাতে তুলে দেয়া হবে। পরে তিনি জেলা প্রশাসককে আইসিইউ ইউনিট সুশৃংখলভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সরকার সঞ্চয়, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক জসীম উদ্দিন বলেন, আইসিইউ সেবা শুধু চালু করলেই হবে না। এর রক্ষণাবেক্ষণও অনেক জরুরী। কোন একজন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা যদি কোন গুরুত্বপূর্ন সার্কিট খুলে রেখে বলে আইসিইউ নষ্ট তাহলে কাঙ্খিত সেবা পাবেনা নারায়ণগঞ্জের মানুষ। কারণ সে অন্য বেসরকারী হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ। এই বিষয়গুলো থেকে সকলের বের হয়ে আসা প্রয়োজন। আমরা আশা করবো নারায়ণগঞ্জে কোন হৃদরোগীকে আর ঢাকায় যাবার প্রয়োজন হবে না। এই খানপুর হাসপাতালেই সর্বোচ্চ সেবা পেয়ে যাবেন তারা।
এর আগে নারায়ণগঞ্জ জেলাকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে ৩০০ শয্যার এই হাসপাতালটিকে করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদানসহ পিসিআর ল্যাব হিসেবে প্রস্তুত করা হয়। ১০ এপ্রিল এই হাসপাতালে শহরের একমাত্র প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার এবং ৬ মে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিম ওসমান। তবে করোনা রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের কথা থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে গত আড়াই মাসে আইসিইউ ইউনিট চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। শ্বাসকষ্টজনিত গুরুতর রোগিদের ভর্তি না করায় মানুষকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীসহ অন্যত্র ছোটাছুটি করে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। যার কারণে জেলায় ১০ জন রোগী মৃত্যুর অভিযোগ তুলে নানা আন্দোলনসহ সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেছে বিভিন্ন সংগঠন। ##
শরীফ উদ্দিন সবুজ,নারায়ণগঞ্জ
তাং ০২-০৭-২০২০
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...