ফেসবুকে নারায়ণগঞ্জকে আবারো লকডাউন করার গুজব // সদরের তিনটি স্থানের লকডাউন প্রত্যাহার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জকে আবারো লকডাউন করা হচ্ছে ফেসবুকে প্রচারিত এমন তথ্যকে গুজব বলে অভিহিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা জানান, কারা এই গুজব ছড়িয়েছে তা খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত দুইদিন ধরে ফেসবুকে একটি কাগজের কপি ছড়িয়েছে যেটিতে লেখা রয়েছে যে, আগামী ১২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জে সকল প্রকার যানবাহন,মানুষ চলাচল, গার্মেন্ট, কলকারখানা, দোকানপাটসহ সবকিছু বন্ধ থাকবে। এ কাগজটির উপরে পুলিশের লোগো অথচ নিচে লেখা রয়েছে, প্রচারেঃ বাংলাদেশ সরকার, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। জেলা প্রশাসক বানান ভুল লেখা রয়েছে।
ফেসবুকে ছড়ানো এ তথ্যটি সত্য কিনা তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এটি পুরোই গুজব। কেউ এটি ছড়িয়েছে। এমন কোনো নির্দেশনা জেলা প্রশাসন বা পুলিশ থেকে দেয়া হয়নি। কে বা কারা এ বিষয়টি ছড়িয়েছে তাদের খুজে বের করার চেষ্টা চলছে। খুজে বের করে এ ব্যাপারে জড়িত ব্যাক্তি বা ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জের জামতলা, আমলাপাড়া ও ভূইগড়ের রুপায়ন সিটি – এ তিনটি এলাকা পরীক্ষামুলক যে লক ডাউন করা হয়েছিলো তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। তিনি জানান,স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের রুপগঞ্জের রুপগঞ্জ ইউনিয়নকে আমার লক ডাউন করার প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, এটি ১৫ থেকে ২১ দিনের জন্য পাইলট হিসেবে পর্যবেক্ষন করা হবে।
কোনো পূর্বঘোষনা ছাড়াই মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা পুলিশ আমলপাড়া এবং রুপায়ন টাউন এবং জামতলা এলাকার প্রবেশ পথের লকডাউনের জন্য সাটানো বাশ খুলে দেয়।
এ ব্যাপারে রুপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মমতাজ বেগম জানান, রুপগঞ্জ সদরের রুপগঞ্জ ইউনিয়নে স্বাস্থ্য মন্ত্রনালয়ের মানচিত্রে দেখা যায় ৭১ জন আক্রান্ত হয়েছে। প্রতিদিনই এ ইউনিয়নের সংক্রামনের সংখ্যা বাড়ছে। এ কারনে এটি লকডাউন করা হয়েছে। ##
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ
তাং ১০-০৬-২০২০
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...