খেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদের
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে ও জেলা পর্যায়ে পেয়েছে উল্লেখযোগ্য অনেক পুরস্কার। আবার সোমবার এস এস সি পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা গেলো পরীক্ষার সবগুলি বিষয়ে সে এ প্লাস পেয়েছে। ‘যদি লক্ষটা স্থির থাকে তাহলে খেলা, নাচ, গান, আবৃত্তি, বিতর্ক, খেলাসহ কো-কারিকুলার এক্টিভিটিস ভালোভাবে করেও পড়াশোনা ভালো করা যায়। ভালো ফলাফলের ক্ষেত্রে কো-কারিকুলার এক্টিভিটিস কোনো বাধা হয়ে দাড়ায় না।’
নাহিয়াতুল আহমেদ ¯েœহ ভালো ক্রিকেট খেলোয়ার। অনুর্ধ-১৬ তে সে জাতীয় পর্যায়ে খেলেছে। স্বপ্ন দেখছে একদিন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলবে। জিপিএ ফাইভ পাওয়া ¯েœহ বললো, ‘ভালো পড়াশোনা করে আমাদের ভবিষ্যত টার্গেট কি ? ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো ? সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশে খেলোয়ার কে হবে ? দেশের তো ভালো খেলোয়ারও দরকার আছে। এজন্য আমি শুরু থেকেই খেলাকে বেছে নিয়েছি।’
কথা হচ্ছিলো নারায়ণগঞ্জ হাইস্কুলের আবৃত্তি শিল্পী তিথি দেবনাথ, গানের শিল্পী অপর্ণা সাহা ক্রিকেটার নাহিয়াতুল আহমেদ ¯েœহ, ফুটবলার আহাদুর রহমান রোহান, স্রোতস্বিনী পোদ্দার, শ্রেয়া সাহা, প্রাচী সাহাসহ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর সাথে যারা এবারের এস এস সি পরীক্ষায় জি পি এ ফাইভ পেয়েছে। আবার নিজ নিজ কো-কারিকুলার এক্সিভিটিসে নারায়ণগঞ্জের সেরাদের মধ্যে আছে। কেউ কেউ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য কুড়িয়ে এনেছে। মেধাবী এই ছাত্র-ছাত্রীরা এক বাক্যে বলছিলো ভালো পড়াশোনার সাথে কো-কারিকুলাম এক্সিভিটিস এর কোনো বিরোধ নেই। বরং যারা পড়াশোনার পাশাপাশি কোনো সাংস্কৃতিক কর্মকান্ড, খেলা বা সৃষ্টিশীল কাজে জড়িত থাকে এই সব কাজ তাদের পড়াশোনায় ভালো ফলাফলে সহায়তা করে।
শুধু ছাত্র-ছাত্রীরাই না তাদের বাবা-মায়েরাও মনে করছেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা পড়াশোনার ক্ষতি করে না। জিপিএ ফাইভ পাওয়া গানের শিল্পী অপর্ণা সাহার মা মনিকা সাহা বলেন, ‘আমার মেয়ে জেলা পর্যায়ে গানে বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। কিন্তু তার গানের চর্চা তার ভালো ফলাফলে বাধা হয়ে দাড়ায়নি। বরং আমার মেয়ে মোবাইল ফোন নিয়ে সময় কাটাতে বসলে আমি বলতে পেরেছি মোবাইল ফোন নিয়ে সময় নষ্ট না করে গান করো। সে-ও আমার কথা মেনে নিয়েছে। কারন আমি তার আগ্রহের বিষয়েই উৎসাহ দিচ্ছি।’
স্কুলের শিক্ষিকা সাথী সাহা বলেন, ‘আমাদের স্কুলে বেশ কয়েক বছর ধরেই কো-কারিকুলার এক্টিভিটিসের উপর জোর দেয়া হচ্ছে। প্রতিবছর আমাদের স্কুলের বহু ছাত্র-ছাত্রী বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার নিয়ে আসছে। আবার তারা পড়াশোনায়ও ভালো করছে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে কো-কারিকুলার এক্টিভিটিসে ভালো করা ছাত্রী-ছাত্রীরা পড়াশোনায়ও ভালো করছে। আর যখন আমাদের মাঠের সংকট, ভালো অনেক কিছুরই সংকট তখন ছাত্র-ছাত্রীরা কো-কারিকুলার এক্টিভিটিসে থাকলে তাদের মানষিক বিকাশ তুলনামূলক ভালো হয়। তারা অসৎ সঙ্গে যায় না। যেটা দেশের জন্য প্রয়োজন।’
জিপিএ ফাইভ পাওয়া ফুটবলার নাহিয়াতুল আহমেদ ¯েœহ’র মা দেলোয়ারা বেগম মায়া একই সাথে নারায়ণগঞ্জ হাইস্কুলের ম্যানিজিং কমিটির সদস্য। তিনি বলেন, ‘আমরা যখন কো-কারিকুলার এক্টিভিটিসের জন্য ছাত্র-ছাত্রীদের আহ্বান করি তখন অভিভাবকদের একটি কমন উত্তর থাকে এসবে গেলে পড়াশোনা খারাপ হবে। কিন্তু এবারের সহ প্রতিবারের রেজাল্ট এটাই প্রমান করে কো-কারিকুলার এক্টিভিটিসের কারনে পড়াশোনা খারাপ হয় না। তবে পড়াশোনা ও কো-কারিকুলার এক্টিভিটিস – এই দুইয়ের মধ্যে একটি ব্যালেন্স তৈরী করতে হয়। যেটি তৈরী করতে আমি আমার ছেলেকে গাইড করেছি। প্রতিটা বাবা মাকেই সন্তানদের ছেড়ে না দিয়ে কো-কারিকুলার এক্টিভিটিস ও পড়াশোনার মধ্যে একটি গাইড তৈরী করতে হবে। এটি সন্তানদের ভবিষ্যতে অনেক কাজে লাগে। এবারের এস এস সি পরীক্ষায় নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি জিপিএ-ফাইভ পেয়েছে নারায়ণগঞ্জ হাইস্কুল ১৭৫টি। ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে তাদের ২৯৬ জন পাশ করেছে। #
শরীফ উদ্দিন সবুজ, ২৮-১১-২০২২
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...