নারায়ণগঞ্জ টিভিঃ স্ত্রীকে ভালোবেসে মানুষ কত কিছুই না করে। সম্রাট শাজাহান প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে গড়ে তুলেছিলেন তাজমহল। প্রতিবন্ধি স্ত্রীকে পিঠে নিয়ে এক স্বামীর পনের বছর ধরে চলাচলের খবরটি কয়েকদিন আগেও দেশের মিডিয়ায় আলোচিত ছিলো। তবে স্ত্রীর স্মৃতিতে মন্দির গড়ে তোলার খবর হয়তো আগে আপনি শোনেননি। স্ত্রীর স্মৃতি রক্ষার্থে এমনি পূণ্য কাজ করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা। তার স্ত্রী আরতী রানী সাহার স্মৃতিতে বন্দরের সাব্দির দীঘলদীতে গড়ে তুলেছেন লোকনাথ ব্রক্ষ্মচারি মন্দির। সে মন্দির এবার দুই বছর পার হয়ে তৃতীয় বর্ষে পা দিলো।
অত্যন্ত জাকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি এ মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার সকালে ছিল আরতি, মন্ত্রপাঠ পূজা অর্চনাসহ ধর্মীয় উপাসনা। এর আগে বুধবার প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। রাতে শুভ অধিবাসে ও জলভরা অণুষ্ঠানে নারায়ণগঞ্জসহ আশপাশের পূর্ণার্থীরা অংশ নেন।
উষা কীর্তনের মধ্য দিয়ে বৃহস্পতিবার ভোর থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। পরে নগর পরিক্রমা, মঙ্গল ঘাট স্থাপন, বিশেষ পূজা শেষে বাল্যভোগ নিবেদনসহ প্রসাদ বিতরণ করা হয়। দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। জাকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে পূর্ণার্থীরা অংশ নেয়। এ উপলক্ষে মন্দির ও আশপাশ এলাকায় আলোক সজ্জা করা হয়। বন্দর উপজেলার সাবদীর দিঘলদি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাশেই গড়ে তোলা হয়েছে এ মন্দির। পূর্ণার্থীদের সুবিধার্থে মন্দিরের পাশেই ব্রহ্মপুত্র নদে রয়েছে পাকা ঘাট। নতুন করে আরো একটি ঘাট বাঁধাই করার জন্য এরই মধ্যেই উপজেলা প্রশাসন থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
মন্দিরে আসা ভক্ত ও পূজারীরা জানান, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয়দের অনুরোধে সহধর্মিনী আরতী রানী সাহার স্মৃতি রক্ষার্থে দীপক কুমার সাহা নিজ অর্থায়নে এ মন্দির প্রতিষ্ঠা করেন ২০১৯ সালে। পরে ভক্তদের মাঝে উৎসর্গ করেন। দুই বছর আগে ১১ জৈষ্ঠ এ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় বলেও জানান তারা।
স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি নিরঞ্জন রায় জানান, এ মন্দির প্রতিষ্ঠার পর থেকে এলাকার ব্যাপক পরিবর্তন হয়েছে। মন্দিরকে ঘিরে লোকজনের যাতায়াত বাড়ায় এলাকার উন্নতি হচ্ছে। জমির দাম কয়েক গুন বেড়ে গেছে।
মন্দিরের প্রতিষ্ঠাতা ও পূজারী নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা জানান এবারের আয়োজনে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। আগামীতে বিদেশ থেকেও পূণ্যার্থীরা এ আয়োজনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
একদিকে ব্রক্ষ্মপূত্র নদ অন্যদিকে একরের পর একর নানান ফুলের ক্ষেত। নদ ও ফুলে শোভিত স্থান ধর্মীয় এ স্থাপনাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। #
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ
তাং ২৬-০৫-২০২২
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...