ইনকিলাব সম্পাদক ও এস এম আকরামের হিমাগার থেকে শতকোটি টাকা মূল্যের নষ্ট খেজুর জব্দ // ৫০ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জের ফতুল্লার দুইটি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় একশ’ কোটি টাকা মূল্যের ৪১০ টন মেয়াদোত্তীর্ণ ও পঁচা খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। দৈনিক ইনকিলাব এর সম্পাদক এ এম বাহাউদ্দিনের মালিকানাধীন শাহীন এন্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও নাগরিক ঐক্যের আহবায়ক নারায়ণগঞ্জের সাবেক সাংসদ এস এম আকরামের যৌথ মালিকানাধীন আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়। সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়। একই সাথে এই ভেজাল খাদ্যদ্রব্য মজুদ ও বাজারজাতকরণের চেষ্টার অপরাধে একটি হিমাগারকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়। র্যাবের ভ্রাম্যমান আদালত পরে হিমাগার দু’টিকে সীলগালা করে দেয়। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই নষ্ট খেজুরগুলো সারা দেশে বাজাতজাত করার প্রক্রিয়া চলছিল বলে র্যাব জানিয়েছে।
সোমবার বিকেলে সংস্থাটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-১১’র একটি দল সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত শাহীন এন্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালায়।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম জানান, রোজার মাসকে সামনে রেখে এই দু’টি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রেখেছিলো কয়েকজন ব্যবসায়ী। যা কমপক্ষে চার থেকে পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ন। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই খেজুর খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একই সাথে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে। রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনাসহ সারা দেশে এই খেজুরগুলো বাজারজাত করার প্রস্তুতি নেয়া হচ্ছিল। তিনি জানান, হিমাগারে কেউ মাল রাখতে পারে। কিন্তু ‘শাহীন কোল্ডষ্টোরেজের’ ভেতরে তা অন্য বস্তায় ভরে শিরাপ স্প্রে করে আবার এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি থেকে বোঝা যায় এই হিমাগারের মালিক এই অবৈধ কাজের সাথে জড়িত। তাই তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই হিমাগারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তিনি জানান, এই অবৈধ কাজের সাথে চারজন ব্যবসায়ী জড়িত বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে নষ্ট খেজুরগুলো যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য র্যাব আগে থেকেই হিমাগার দুটির উপর গোয়েন্দা নজরদারি করে আসছিল। আজ এই কোল্প ষ্টোরেজ থেকে দেশের বিভিন্ন স্থানে নেয়ার জন্য কাভার্ড ভ্যানে মাল ভরার সময় আমরা হাতেনাতে তাদের আটক করি। খেজুরের সাথে মেয়াদ উত্তীর্ন কিছু মালটা ও আপেলও রয়েছে। নারায়ণগঞ্জসহ র্যাব-১১ আওতাধীন আরো সাতটি জেলায় অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য র্যাবের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।#
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। তারিখ: ২৯.০৪.২০১৯।
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...