নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় অবস্থিত মাতৃ ভবনে মা রুমা চক্রবর্তী (৪৬) ও মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তীকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসি জানায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক জুবায়ের ও এক নারীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসি ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, শহরের নিতাইগঞ্জের ডালপট্রি এলাকার মাতৃ ভবনের ছয়তলার রাম প্রসাদের ফ্লাটে আটক জুবায়ের বেলা আড়াইটার দিকে নক করে। এ সময় গৃহকর্তা রাম প্রসাদ চক্রবর্তী বাসায় ছিলেন না। তার স্ত্রী রুমা চক্রবর্তী দরজা খোলেন। ধারনা করা হচ্ছে, দরজা খোলার সাথে সাথে জুবায়ের রুমা চক্রবর্তীকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। এসময় রুমা চক্রবর্তী বাধা দেয় ও চিৎকার করে। এ কারনে তাকে এলোথারি ছুরিকাঘাত করে জুবায়ের। এসময় মেয়ে ঋতু চক্রবর্তী এগিয়ে এলে তাকেও ছুরির আঘাতে হত্যা করে। এসময় বাসার ভেতর থেকে চিৎকার হৈচৈ এর শব্দ শুনে পাশের ফ্লাটের লোকজন এগিয়ে আসে।
এসময় রুমা চক্রবর্তীর ছেলের বউ ফারজানা বটি হাতে জুবায়েরকে ধাওয়া করে। রুমার ছেলে হৃদয় মুসলিম মেয়ে ফারজানাকে ভালোবেসে বিয়ে করেছে। এই অবস্থা থেকে নিতাইগঞ্জের ব্যবসায়ী ও সাধারন মানুষ বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। যাতে বাসা থেকে কেউ বের হতে না পারে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে পুলিশ তাদের আটক করে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহ্ জামান বলেন, নিহতদের শরিরে ছুরির আঘাতের অনেক চিহ্ন রয়েছে। ’
স্থানীয় ব্যবসায়ী শংকর সাহা জানান, মাতৃভবনের ছয়তলায় চিৎকার চেচামেচির আওয়াজ পেয়ে এগিয়ে এসে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেই। আটককৃত জুবায়েরের বাবার নাম আলাউদ্দিন এবং তিনিও ব্যবসায়ী বলে শংকর সাহা জানান। গৃহকর্তা রাম প্রসাদ চক্রবর্তী বলে হত্যাকারি জুবায়েরের সাথে তার কোনো বিরোধ নেই।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, আটক জুবায়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মা ও মেয়েকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। প্রাথমিক ভাবে ধারনা কার হচ্ছে চুরি বা ছিনতাইয়ে বাধা দেয়ার কারনেই মা মেয়েকে হত্যা করা হয়েছে। #
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ।
তাং ০১.০৩.২০২২
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...