নারায়ণগঞ্জ টিভি ঃ নারায়ণগঞ্জের হকার জুবায়ের হত্যা মামলার প্রধান আসামী ইকবালকে গ্রেফতার করেছে র্যাব-১১। হত্যাকান্ডের তের দিনের মাথায় সে গ্রেফতার হলো। ফুটপাথে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর নগরীর বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গীর্জার অদূরে বলাকা পেট্রোল পাম্পের সামনে জুবায়েরকে কুপিয়ে হত্যা করা হয়। হকার নেতা আসাদের নির্দেশে ইকবাল ও তার সহযোগিরা এ হত্যাকান্ড ঘটায় বলে জানায় র্যাব।
র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, বরিশাল জেলার উজিরপুর থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোহাম্মদ আব্দুস সামাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বুরুমদী গ্রামে তার বাড়ি।
নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের পুত্র। এ ঘটনায় নিহত জুবায়ের মা মুক্তা বাদী হয়ে প্রধান আসামী ইকবালসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে সাদেকের জুতার দোকানে চাকরি করতো জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সাথে নিহত জুবায়েরের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বপন জুবায়েরকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে চর থাপ্পড় মারতে থাকে। পরবর্তীতে ভিকটিম জুবায়ের এর প্রতিবাদ করলে হকার নেতা আসাদের হুকুমে মামলার প্রধান আসামী ইকবাল মহসিনের দোকান থেকে ধারালো চাকু এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে এবং অন্যান্য আসামিরাও জুবায়েরকে মারধর করে পালিয়ে যায়।#
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। ২৭-১০-২০২১
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...