নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জের মৈকুলি এলাকার ইউনাইটেট লেদার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেডের চৌদ্দটি ইউনিট প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। প্রতিষ্ঠানের নিজস্ব ফায়ার ফাইটিং সিষ্টেম থাকা ও রুপগঞ্জ পুলিশের এক কর্মকর্তার তাৎক্ষনিক পদক্ষেপের কারনে প্রতিষ্ঠানে আগুনে ক্ষতির পরিমাণ তুলনা মূলক কম হয়েছে বলে মনে করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-শ্রমিকরা।
লেদার কারখানার জেনারেল ম্যানেজার দলিল উদ্দিন জানান, ইউনাইটেড লেদার ইন্ডাষ্ট্রিজ লিঃ নামের প্রতিষ্ঠানটি এন হোসেন স্পিনিং এন্ড কটন মিলস এর অংগ প্রতিষ্ঠান। লকডাউনের কারনে ঈদের আগে থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ ছিলো। আগামী এগারো তারিখে লকডাউন শেষে কারখানাটি খোলার প্রস্তুতি হিসেবে আজ কারখানার মেশিনারিজ মেরামত ও ধুলো পুরিস্কারের কাজ চলছিলো। আট-দশজন শ্রমিক এ কাজ করছিলেন। বেলা সাড়ে এগারোটার দিকে মিলের গুদামের একটি অংশের বাল্ব বিস্ফোরিত হয়ে কৃত্রিম চামড়ার নিচে আস্তর হিসেবে ব্যান্ডেজের কাপড়রে মতো যে পাতলা কাপড় দেয়া হয় সেটির রোলের উপরে পড়ে। ফলে আগুন ধরে যায়। এর অল্প দূরেই কৃত্রিম চামড়া জোড়া লাগানোর আঠা, রেজিন ইত্যাদি রাসায়নিক দ্রব্যের ড্রাম ছিলো। আগুন এসব ড্রামে ধরে যায়।
ইউনাইটেড লেদারের অল্প দূরেই তাদের মূল প্রতিষ্ঠান এন হোসেন স্পিনিং এন্ড কটন মিলস অবস্থিত। এ প্রতিষ্ঠানটি চালু ছিলো। এ প্রতিষ্ঠানে ছত্রিশজন জন প্রশিক্ষিত ফায়ার ফাইটার রয়েছে। এছাড়া দুই প্রতিষ্ঠানেরই নিজস্ব ফায়ার ফাইটিং সরঞ্জাম রয়েছে। আগুন লাগার পরপরই এ প্রশিক্ষিত ফায়ার ফাইটাররা আগুন নেভানো শুরু করে।
আগুন লাগার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন রুপগঞ্জ থানার এস আই মেহেদী। তিনি ইউনাইটেড লেদার থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখে প্রতিষ্ঠানে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। রুপগঞ্জ থানায় খবর দেন। ইউনাইটেড লেদার ও এন হোসেন স্পিনিং এন্ড কটন মিলস এর বিপুল সংখ্যক শ্রমিককে নিরাপদ স্থানে সড়িয়ে নেন। এবং উৎসুক এলাকাবাসিকে নিয়ন্ত্রনের ব্যবস্থা করেন যাতে ফায়ার সার্ভিস কর্মীরা নির্বিঘ্নে কাজ করতে পারে।
ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষন) লেঃ কর্নেল জুলফিকার রহমান জানান, বারোটা চৌদ্দ মিনিটে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়া বারো থেকে চৌদ্দ মিনিটের মাথায় আমাদের প্রথম ইউনিট সেখানে পৌছে আগুন নেভানো শুরু করে। এরপর একে একে নারায়ণগঞ্জের সোনারগাঁ, কাঞ্চন, বন্দর, মন্ডলপাড়া, হাজীগঞ্জ, ঢাকার ডেমরা, হেডকোয়ার্টারসহ মোট চৌদ্দটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পৌনে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এ রিপোর্ট লেখার পর ডাম্পিং চলছিলো। তিনি জানান, আগুন লাগার কারন ও ক্ষতির পরিমান পরে তদন্তের পর বলা যাবে। তবে প্রতিষ্ঠানটিতে প্লাষ্টিক, কাপড়, রেজিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিক দ্রব্য রাখার একটি বিশেষ নিয়ম রয়েছে সেটি এ প্রতিষ্ঠানে পরিপূর্নভাবে মানা হয়নি। ফলে আগুন লাগার পর ভবনটি প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে। তাই আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের ভেতরে ঢুকতে অসুবিধা হয়েছে। তিনি জানান, দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোতে অংশ নিতে পারা, লকডাউনের কারনে শ্রমিক না থাকা, পুলিশের সহযোগিতা ও প্রতিষ্ঠানের নিজস্ব ফায়ার ফাইটারদের তৎপরতা এ সব কিছুর কারনে এখানে সেজান জুসের মতো মর্মান্তিক ঘটনা ঘটেনি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাওলদা হোসেন ও এমডি নবীউল্লাহ। ঘটনা সম্পর্কে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।#
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। ৪-৮-২০২১।
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...