নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জ শহর থেকে শীতলক্ষা নদী পার হয়ে বন্দর উপজেলা। বন্দর খেয়া ঘাট থেকে সিএনজিতে শাবদী খেয়া ঘাট। এখানে আবার ব্রক্ষ্মপুত্র নদী পার হয়ে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন। শুক্রবার নদী পার হওয়ার সময় চোখে পড়লো শহরের দিক থেকে প্রচুর মানুষ শম্ভুপুরায় আসছেন। এলাকাবাসি ও গ্রামে ফেরা লোকজন জানালেন আগামী ২৮ নভেম্বর তাদের ইউনিয়নে ভোট। ভোট মানেই উৎসবের আমেজ। ভোট উপলক্ষে তাই শহরে থাকা শম্ভুপুরা ইউনিয়নের মানুষ দলে দলে গ্রামে ফিরছেন।
তবে ভোট উপলক্ষে গ্রামে ফেরার কথা যত সহজে এলাকার বাসিন্দারা বললেন, ভোট নিয়ে আর কোনো প্রতিক্রিয়া আমরা নিতে পারলাম না এ ইউনিয়নের বাসিন্দাদের। তারা অজানা আশঙ্কায় ক্যামেরার সামনে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে চাইলেন না। এ ইউনিয়নের জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ বললেন, প্রতিনিয়ত আওয়ামীলীগের প্রার্থী নাসির উদ্দিনের লোকজন তাকে প্রচারনায় বাঁধা দিচ্ছে। এমনকি তার উপর হামলার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সোনারগাঁ উপজেলা সদর থেকে চর কিশোরগঞ্জের দূরত্ব বারো কিলোমিটার। চর কিশোরগঞ্জে যেতে মাঝে আবার পার হতে হয় মেঘনা নদী। নারায়ণগঞ্জের চাইতে মুন্সিগঞ্জের সাথে চর কিশোরগঞ্জের যোগাযোগ সহজ। স্থানীয় বাসিন্দারা ক্যামেরায় রেকর্ড না করার শর্তে জানালেন, এ ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের বাড়ি চর কিশোরগঞ্জে। উপজেলা সদর থেকে যোগাযোগের সমস্যার সূযোগকে কাজে লাগিয়ে নির্বাচনে তিনি এখানকার তিনটি সেন্টারে ব্যাপক প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। এ তিনটি সেন্টারে ভোটের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। এ ভোট নিজের পক্ষে নিতে মরিয়া তিনি। আর এ নিয়ে নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল, সহিংসতার আশংকা করছেন তারা।
জাতীয় পার্টির প্রার্থীর প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও তারা এতদিন অবহেলিত ছিলো। যেকোনো উপায়ে তারা জাতীয় পার্টিকে প্রতিহত করবেন বলে জানান। জাতীয় পার্টির যিনি প্রার্থী তিনি চেয়ারম্যান থাকলেও কোনো কাজ করেননি দাবী করে তিনি বলেন, এজন্য এলাকাবাসি বিপুল ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে বলে তিনি আশা করেন।
শম্ভুপুরা ইউনিয়নের মোট ভোটার ২৩ হাজার ১৯৬ জন। ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ছয়টি ইউনিয়ন শম্ভুপুরা, বারদী, জামপুর, পিরোজপুর, সন্মানদী, কাঁচপুর, সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ন, নিরপেক্ষ ভোট গ্রহনের ব্যবস্থা করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা করবে এটাই সবার প্রত্যাশা।#
রিপোর্টঃ শরীফ উদ্দিন সবুজ, ক্যামেরায়ঃ মিরাজুল ইসলাম
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...