ক্ষমতা না থাকলে ফুলের মালা জুতার মালা হয়ে যায় ঃ শামীম ওসমান
নারায়ণগঞ্জ টিভি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ক্ষমতা না থাকলে ফুলের মালা জুতার মালা হয়ে যেতে বেশি সময় লাগে না৷ ক্ষমতা থাকলে ফুল পাওয়া যায়৷ কারও ভালো দেখলে প্রশংসা করে না৷ এখন সব জায়গায় চাই-চাই, খাই-খাই ভাব৷ অনেকে আমাকে গালাগালি করে৷ আমার গায়ে লাগে না৷ গালাগালি করলে ওর গুনাহ বাড়ে, আমার কমে৷’
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলার কাশীপুরের হাটখোলা মাঠে ‘কাশিপুর সার্বজনিন মিলন উৎসবে’ তিনি এসব কথা বলেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল।
তিনি আরও বলেন, ‘কে কোন দল করেন সেটা কোন বিষয় না৷ জীবন খুবই ছোট৷ আমি শুধু বুঝি কে ভালো আর কে খারাপ মানুষ৷ ভালো কিছু করতে ভালো মানুষ দরকার৷ খারাপ কাজের জন্য খারাপ মানুষ দরকার৷ ভালো কাজ করার জন্য পঞ্চায়েতভিত্তিক সমাজব্যবস্থা আমি পছন্দ করি৷ অনেক মুরুব্বি বেজ্জতি হওয়ার ভয়ে কথা বলতে চান না৷’
শামীম ওসমান বলেন, ‘কে কোন দল করে সেটা বাদ৷ সবাই মিলে এমন একটা দল করেন যাতে জমি দখলদার, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, ইভটিজার এলাকায় না থাকবে৷ এ রকম একটা এলাকা আমরা তো চাইলে গড়তেই পারি৷ আমরা সবাই একসাথে থাকলে আমাদের পুলিশের দরকার হয় না৷ আল্লাহকে সন্তুষ্ট করতে চাই৷ কেবল নামাজ-রোজা দিয়ে আল্লাহর সন্তুষ্টি হয় না৷ আমি একটা সুযোগ চাই৷ আল্লাহ হায়াৎ রাখল শিক্ষিত ও তরুণ সমাজকে নিয়ে দলবাজি, মারামারি, কাটাকাটি রেখে সুন্দর ইউনিয়ন গড়ি৷ আমাকে কাজে লাগান৷ আমাকে ভোট দিয়েন না৷ আগামীবার ভোট করবো কিনা জানি৷ ততদিন বাঁচবো কিনা তাও জানি না৷ কিন্তু ভালো উদ্যোগটা নেন৷ একার পক্ষে এটা সম্ভব না৷’
তিনি বলেন, ‘ তিন পুরুষ রাজনীতি করি, এটা আমরা বুঝি৷ আগামী দিনের জন্য শেখ হাসিনাকে দরকার৷’
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...