নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ শহরে হোন্ডা বাহিনীর আবির্ভাব হয়েছে। বিশ-পঁচিশজন হোন্ডা নিয়ে শহরে ঘুরে বেড়ায়। আমি প্রশাসনের কাছে জানতে চাই এ হোন্ডা বাহিনী কারা ? যারা রাতের আঁধারে একসাথে ছুটে বেড়ায় ? নারায়ণগঞ্জ শহরকে কি আবার খুনের শহরে পরিণত করতে চায় ? এই শহরে কি আমাদের ভয়ে ভীতু হয়ে থাকতে হবে ? নিশ্চই না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতিবাদ করবো। প্রশাসনের কাছে অনুরোধ করে যাচ্ছি এই হোন্ডা বাহিনী নাড়ান দেন। নইলে জনগন এদের পিটিয়ে মারবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন শহর পরিস্কার রাখার জন্য পনের দিন পরপর নগরীর বিভিন্ন স্থানের পোষ্টার ব্যানার সড়িয়ে ফেলে। শনিবার আমার কর্মীরা চাষাড়ায় পোষ্টার-ব্যানার সড়াতে গেলে হোন্ডা বাহিনী হামলা চালিয়েছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আমার একটা সাধারন কর্মীর উপরও যদি এরপরে হাত দিলে অবস্থা খারাপ হবে আমি বলে দিলাম।
রোববার সন্ধা ছয়টায় নগরীর ইসদাইর এলাকায় মাওলা আলী (রাঃ) সিটি জামে মসজিদের ভিত্তি প্রস্তÍর স্থাপন অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। ক্রিড়া সংগঠক ইব্রাহীম চেঙ্গীসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিভা হাসান, প্যানেল মেয়র-৩ মিনুয়ারা বেগম প্রমুখ।
মেয়র আইভী অনুষ্ঠানে আরো বলেন, সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার দেয়া জায়গায় ওসমানী ষ্টেডিয়াম করা হয়েছে। কিন্তু ক্রিড়া সংস্থার বর্তমান সভাপতি এওয়াজ বদল করে পেছনের কম দামী জায়গার বদলে ক্রিড়া সংস্থার ৫০-৬০ লাখ টাকা শতাংশের জায়গা দিয়ে দিয়েছে ব্যাক্তিকে। কি কারনে কেন হলো কার নির্দেশে হলো জানিনা। আরো মজার ঘটনা হলো তোলারাম কলেজকে আমার পিতা আলী আহমদ চুনকা পৌরসভার ৭১ বা ৭৫ শতাংশ জায়গা দিয়েছিলো ছাত্রাবাসের জন্য। কিন্তু সেখান থেকে ৩০-৩৫ শতাংশ জায়গা নাকি ওসমানী ষ্টেডিয়ামের পাশের মাঠ নিয়ে নিয়েছে। সিটি কর্পোরেশন জায়গা দিয়েছিলো ওসমানী ষ্টেডিয়ামকে। কিন্তু ষ্টেডিয়ামের নাম-ই পরিবর্তন করে ফেলা হয়েছে। কার জায়গা কে নিয়ে নেয় কি হয় , প্রশাসনের মাধ্যমে। সব ভৌতিক কর্মকান্ড নারায়ণগঞ্জে হয়। যেগুলি বলাও যায়না, সহ্য করাও যায়না।
মেয়র বলেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে সিটি কর্পোরেশনের ইলেকশন হবে। ইলেকশনে ইনশাল্লাহ আমি আওয়ামীলীগের নমিনেশন চাইবো। আপনাদের কাছে ভোট চাইতে আসবো। কে সিটি কর্পোরেশনে প্রতিনিধিত্ব করবে তার দায় দায়িত্ব শহরবাসির। আমার ভোট চাওয়ার আমি চাইবো। তিনি বলেন, আমার বিরুদ্ধে গত তিন মাস অনেক অপপ্রচার হয়েছে। আমি নাকি মসজিদ ভেঙ্গে ফেলছি, মন্দির ভেঙ্গে দিচ্ছি, জায়গা দখল করছি। এর সব কিছু মিথ্যা। আমি কখনোই ধর্মীয় অনুশাসনের বিপক্ষে না।#
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। ২৭-৬-২০২১।
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...