নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আওয়ামীলীগের একজন কেন্দ্রীয় নেতা আমাকে বলেছিলেন ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। আমি ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি।
মঙ্গলবার সকালে নগরীর মিশনপাড়ায় মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এ টি এম কামালের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। এসময় তার সাথে ছিলেন তার প্রধান নির্বাচনী মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এ টি এম কামাল, নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জের সভাপতি ইকবাল কবির, বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম টিটু, যুবলদল নেতা রানা মজিব, গার্মেন্ট শ্রমিক দলের নেতা কাওসার আহমেদ।
তৈমূর বলেন, নির্বাচনের শুরু থেকেই নির্বাচন কমিশন আমাকে লেভেল প্লেয়িং ফিল্ড বা নির্বাচনের সমতল মাঠ ব্যবহার করার সূযোগ দেয় নাই। ১৬ ডিসেম্বর বিএনপি’র সমাবেশে আমার সভাপতিত্ব করার কথা ছিলো। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে আমি সেই সমাবেশে যাই নাই। আমি বারবারই অভিযোগ করছিলাম সরকারি দল এমপি ও তাদের বড় বড় কেন্দ্রীয় সম্মানিত নেতাদের নারায়ণগঞ্জে এনে বিভিন্ন ধরনের উস্কানীমূলক, ভয়ভীতিমূলক ও নির্বাচনে প্রভাব পড়ে এমন কথা বার্তা বলে যাচ্ছে। একজন সম্মানিত মেহমান বলেছেন, তৈমূরকে মাঠে নামতে দেয়া হবে না। আরেকজন অতি সম্মানিত অনেক দায়িত্বশীল নেতা জাহাঙ্গীর কবির নানক সাহেব নির্বাচনী শো-ডাউনের মধ্যে বলেছেন, তৈমূর ঘুঘু দেখেন ঘুঘুর ফাঁদ দেখেননি। এবং চব্বিশ ঘন্টা পার না হতেই ঘুঘু এবং ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি। মনিরুল ইসলাম রবি জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আমার সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়ক। গতকাল রাতে জানতে পারলাম তাকে গ্রেফতার করা হয়েছে। আমি তৎক্ষনাৎ এসপি সাহেবের নজরে আনলাম। তিনি বললেন তিনি অফিসে নাই। আমি বললাম রবিকে গ্রেফতার করা হয়েছে কেন ? তিনি বললেন, রবির নামে ওয়ারেন্ট আছে। তৈমূর আলম বললেন, রবি বাছাইয়ের দিন, প্রতিক বরাদ্দের দিন আমার সাথে ছিলো। পত্র-পত্রিকায় তার ছবি এসেছে। কিন্তু এতদিন তাকে গ্রেফতার করা হয়নি। বিএনপি’র এমন কোনো নেতা কর্মী নাই যার নামে মামলা নাই, ওয়ারেন্ট নাই। সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন তার বাড়িতে পুলিশ তল্লাশী করেছে। সাবেক এমপি সিরাজুল ইসলামের ভাতিজা মাজহারুল ইসলাম জোসেফের বাসায় পুলিশ তল্লাশী করেছে। সে যুবদলের কার্যক্রমে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছে। তাকে গ্রেফতারের আপ্রাণ চেষ্টা করেছে। জোসেফ পালাতে গিয়ে তার পা ভেঙ্গে গেছে। ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল আমার মিছিলে থাকায় তার বাসায় তল্লাশী চালানো হয়েছে। তার বাড়ির কেয়ারটেকারকে গ্রেফতার করা হয়েছে। বন্দরে ২২ নং ওয়ার্ডে নিহত যুবদল কর্মী ইব্রাহীমের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহীমের মেয়ের জামাই দোকানদার আশরাফকে ধরে নিয়ে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা প্রায়ই বলে থাকেন বিএনপি নির্বাচনে আসেনা। তারা ভয় পায়। বিএনপিসহ অন্যান্যরা কেন নির্বাচনে আসতে চায়না আপনারা তার জলজ্যান্ত উদাহরন আপনারা দেখতে পেলেন। আমি শুরু থেকে বলে আসছি জনগন যে রায় তা দেবে তা আমি মাথা পেতে নেবো। জনগনের রায়ই চূড়ান্ত রায়। কিন্তু আজকে যে ঘুঘু দেখানোর কথা বলা হয়েছে সে ঘুঘুর প্রতিফলন যদি হয় তাহলে সবচেয়ে বেশি যিনি ক্ষতিগ্রস্থ হবেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করতে চাই প্রধানমন্ত্রীর নজরের বাইরে গিয়ে কোনো কর্মকর্তা অন্যভাবে প্রভাবিত হয়ে আমাদের নেতা-কর্মীদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছেন। আমি আশা করি নারায়ণগঞ্জবাসির স্বার্থে আপনি জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন। এসব বিষয়ে আমরা থানায় গেলে থানা থেকে বলে তারা কিছু জানেনা। আমি এসপি সাহেবের কাছে আশা করি তিনি এসব ব্যাপারে ব্যবস্থা নিবেন। জনস্বার্থে এ বিষয়ে ব্যবস্থা না নিলে এসপি অফিসের সামনে বসে পড়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। দেশবাসি আমার সাথে থাকবে। আমরা নির্বাচন করতে গিয়ে যাতে হয়রানীর শিকার না হই আশা করি প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করবেন। এতে দেশের ভাব ক্ষুন্ন হচ্ছে।
এসব অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জানিয়েছেন কিনা প্রশ্নের উত্তরে তৈমূর বলেন, আগে অনেকবার দিয়েছি। দিয়ে কোনো লাভ হয় না। #
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। ১১-১-২০২২
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...