সোনাই ঘোষের মিষ্টি নিয়ে আইভী গেলেন তৈমূরের বাড়িতে
তৈমূর আইভীর মাথায় হাত রেখে বললেন ‘ওর সাথে আমার আত্মিক সম্পর্ক’
নারায়ণগঞ্জ টিভি ঃ নারায়ণগঞ্জের বিখ্যাত মিষ্টির দোকান ‘জগৎ বন্ধু মিষ্টান্ন ভান্ডার’। তবে তা ‘সোনাই ঘোষের’ মিষ্টি নামেই বেশি পরিচিত। বেলা এগারোটার দিকেই এ দোকান থেকে মিষ্টি আনিয়ে রেখেছিলেন আইভী। পীত রঙের কাতানের উপরে লাল রঙের চাঁদর চড়িয়ে আইভী সকাল থেকেই অপেক্ষায় ছিলেন চাচার বাড়িতে যাওয়ার। গলা বসে গিয়েছে। তারপরেও সাংবাদিকদের অনুরোধে কিছু কথা বললেন। বললেন, তৈমূর আলম খন্দকারের বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।
কিন্তু চাচা তৈমূর আলম খন্দকার সকালে গিয়েছিলেন কোর্টে। নানাভাবে যোগাযোগ ও অপেক্ষার পরে বিকেল পাঁচটার দিকে জানা গেলো চাচা তার মাসদাইরের বাসায় এসেছেন।
আইভী সোনাই ঘোষের মিষ্টির প্যাকেট নিয়ে রওনা হলেন তৈমূর আলম খন্দকারের বাড়িতে। সাথে নিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর আলম ও তার নির্বাচন সমন্বয়ক আদিনাথ বসুকে। তৈমূর আলম খন্দকারের ছয়তলা বাড়ির একতলাটার বেশিরভাগ খালি। এক কোনায় একটি কক্ষ। সে কক্ষে তৈমূর আলম খন্দকার, তার স্ত্রী হালিমা ফারজানা তৈমূর ও কন্যা ব্যারিষ্টার মারিয়াম অপেক্ষা করছিলেন আইভীর জন্য। সেখানে প্রবেশ করতেই তারা আইভীকে সাদরে অভ্যর্থনা জানালেন।
বাইরে খালি জায়গায় সাংবাদিকদের ব্রিফিংয়ের ব্যবস্থা করা ছিলো। একসাথে বের হয়ে এসে তারা সেখানে বসলেন। মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এ টি এম কামালসহ আরো কয়েকজন নেতা-কর্মী এসময় পাশে ছিলেন। তৈমূর আলম খন্দকার বললেন, আইভীর সাথে আমার পারিবারিক, আত্মিক ও আধ্যাত্মিক সম্পর্ক।
পুনরায় নির্বাচিত মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী এসময় বলেন, আমি পুরো নির্বাচনে বলার চেষ্টা করেছি রাজনীতির জায়গায় রাজনীতি। কিন্তু পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ঘাটতি হবেনা। পূর্বে যেরকম ছিলো এখনো সেরকম থাকবে। ভবিষ্যতে কাজ করতে গেলে তার অবশ্যই পরামর্শ নিবো।
ডাঃ আইভী তৈমূর আলম খন্দকারের স্ত্রী ফারজানা তৈমূরের দিকে তাকিয়ে বলেন, কাকা ব্যস্ত থাকলেও কাকীর সাথে আমার সব সময় যোগাযোগ রয়েছে। তিনি সব সময় আমার খোঁজ খবর নেন। এ রাস্তা দিয়ে কবরস্থানে যাওয়ার সময় আমি কাকির খোঁজ নিয়ে যাই কখনো দেখা করে যাই।
তৈমূর আলম খন্দকার একসময় আইভীর বাবা আলী আহম্মদ চুনকার কর্মী ছিলেন। গত ১৬ জানুয়ারী ডাঃ সেলিনা হায়াৎ আইভী তৈমূর আলম খন্দকারকে পরাজিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। সিটি কর্পোরেশন তৈরী হওয়ার আগে আইভী নারায়ণগঞ্জ পৌরসভারও চেয়ারম্যান ছিলেন।
#শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। ১৭-১-২০২২।
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...