১৫০০ টাকা মূ্ল্যে প্রতি মণ ধান নির্ধারণ করে কৃষকের কাছ থেকে ৫০ লাখ টন বোরো ধান সরকারিভাবে ক্রয় করার আহবান জানিয়ে বুধবার সকাল ১০ঃ৩০ টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট // নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সামনে মানববন্ধন করে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমন্বয়ক নিখিল দাস বলেন এখন বারো ধানের চাষ চলছে এই সময় কৃষকরা বিভিন্ন এনজিও সংস্থা ও কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে ধান চাষ করে। ধান যখন আসে তখন তারা প্রথমে তাদের ঋন গুলো পরিশোধ করে। ঋন পরিশোধ করার জন্য তাদের ধান বিক্রি করতে হয়। কৃষক ধান ঘরে তুলছে এই ধান বিক্রি করতে গেলে ধানের দাম পাচ্ছে নাহ। সরকারকে তারা প্রতি মণ ধান ১৫০০ টাকা করে নির্ধারণ করার আহবান জানালে সরকার তা করেনি। আমরা বলেছি কৃষকের যা খরচ হয় তার সাথে ৪০% যুক্ত করে দাম নির্ধারণ করতে। কৃষকরা কষ্ট করে দান উৎপাদন করে ৪০% বেশি দাম দিয়ে ক্রয় করলে তারা তাদের সংসার নিয়ে চলতে পারবে। আমাদের প্রশ্ন হল কৃষক চাল উৎপাদন করেনা কৃষক ধান উৎপাদন করে। সরকার বলেছে কৃষকের কাছ থেকে ধান কিনবে সাড়ে ছয় লাখ মেট্রিক টন এবং চাল কিনবে এগার লাখ মেট্রিক টন মোট ১৮ লাখ মেট্রিক টন চাল ও ধান ক্রয় করবে সরকার। সরকার কৃষকের কাছ থেকে শুধু সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান ক্রয় করছে। অন্যদিকে চাল কৃষকরা বিক্রি করেনা এই চাল বিক্রি করেন মিলার মালিক চাতাল মালিকরা। চাল বিক্রি হয় এগার মেট্রিক টন এবং ধান বিক্রি হয় সাড়ে ছয় লাখ মেট্রিক টন কৃষকের থেকে বেশি লাভবান হচ্ছে চাতাল মালিকরা মিলার মালিকরা। ধান উৎপাদন হয় তিন কোটি মেট্রিক টন। সরকারের কাছে দাবী করেছি তিন কোটি মেট্রিক টন ধানের এক অংশ ধান ক্রয় করতে মানে এক মেট্রক টন ধান । আমরা এক কোটি বাদ দিয়ে ৫০ লাখ টন ধান সংগ্রহ করার কথা বলেছি। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের সরকার একটা প্রাদেশিক সরকার সেই সরকার কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিক টন ধান কিনে। সেখানে বাংলাদেশ সরকার কৃষকের কাজ থেকে সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান কিনে এই হল পার্থক্য। অথচ বাংলাদেশ সরকারকে কৃষক বন্ধব সরকার বলে যদি কৃষক বন্ধব সরকার হত তাহলে কৃষকের কাছ থেকে এক কোটি মেট্রিক টন ধান কেনার কথা কিন্তু তা হচ্ছে না এই হল নমুনা। উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সমন্বয়ক নিখিল দাশ, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য আবু নাইম খন বিপ্লব, সভার সভাপতি করেন কমরেড বেলায়েত হোসেন প্রমুখ। #মোস্তফা জামান খাঁন , নারায়নগণঞ্জ। ২৮/০৪/২০২১
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...