নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের নৌ-শ্রমিকরা এক যৌথ সমাবেশে বলেছে, নাসির মেম্বার, আফসু, মেম্বার, মতিন গাজীর বাহিনীর কাছে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত নৌপথ জিম্মি। চাঁদার জন্য তারা যখন তখন নৌযানে ঝাপিয়ে পড়ে। তারা পরিস্থিতি অবসানে প্রধানমন্ত্রীর উদ্যোগ কামনা করেন। নিরাপত্তার দাবীতে ‘বাংলাদেশ বাল্ক হেড ট্রলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ এর উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাঁচ নং ঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আবুল হোসেন সুকানি। বক্তব্য রাখেন শাওন মিয়া সুকানি, তৈয়ব আলী সুকানি, স্বপন সুকানি ও জামাল সুকানি। পরে একটি মিছিল পাঁচ নং ঘাট থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত আসে। সমাবেশে আবুল হোসেন সুকানি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আজ বাধ্য হয়ে এখানে বক্তব্য রাখছি। কাল হয়তো পত্রিকায় আমাদের নাম, ছবি দেখে নদীপথের চাঁদাবাজরা আমাদের উপর হামলা চালাবে। কিন্তু একদিকে সংসার অন্যদিকে জীবনের নিরাপত্তা, বাধ্য হয়ে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। তিনি বলেন, নাসির মেম্বার, আফসু , মতিন গাজীর বাহিনীর কাছে নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌপথ জিম্মি। নদীতে চাঁদার জন্য তারা কারো মাজায় আঘাত করে, কারো পা ভেঙ্গে ফেলে, কারো হাত ভেঙ্গে ফেলে। আমরা বালু তুলতে নদীতে যাই, বালু নিয়ে বিভিন্ন স্থানে পৌছে দেই। তারা বালু মহালে টাকা নেয়। কিন্তু এরপরেও জায়গায় জায়গায় চাঁদার জন্য হামলা করে। চর কিশোরগঞ্জে নাসির মেম্বার আসার পরে আজ পর্যন্ত আট থেকে দশজন মারা গেছে। এখনো তাদের পাথরের আঘাতে এক শ্রমিক ঢাকা মেডিক্যালে মৃত্যু শয্যায়। এসব ঘটনার বেশিরভাগের কোনো মামলা হয়নি। কে মামলা করবে ? আমরা সবাই নিরীহ শ্রমিক। মামলা করলে তো কোনো দিন নদীতে যেতে পারবো না। নাসির মেম্বারের বিরুদ্ধে কেউ কোনো সাক্ষি দেয়না। কারন বেশিরভাগের বাড়ি দেশের বিভিন্ন স্থানে। তারা জীবন জীবিকার তাগিদে এখানে এসে কাজ করে। শাওন মিয়া সুকানি বলেন, চাঁদপুরের মোহনা মতিন গাজীর নিয়ন্ত্রনে। মতিন গাজী আট-দশজন গানম্যান নিয়ে চলে। তারা যেনো ধরা ছোঁয়ার বাইরে। চাঁদাবাজরা রামদা নিয়ে আসে, পিস্তল নিয়ে আসে। কেউ বাঁধা দেয়ার চেষ্টা করলে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। শ্রমিকরা চাঁদপুরের মোহনা পর্যন্ত পুলিশ, কোষ্টগার্ডের টহল ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযানের দাবী জানিয়ে শ্রমিকদের রক্ষার প্রধানমন্ত্রীর উদ্যোগ কামনা করেন।# শরীফ উদ্দিন সবুজ, ২৯-১১-২০২২
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...