নারায়ণগঞ্জ টিভি ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ধ্রুব চন্দ্র দাসকে (১৫) তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সহপাঠি কিশোর গ্যাং এর সদস্যরা। মঙ্গলবার রাত নয়টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুলহোতা পিয়াসসহ ইয়াসিন, অজয়, রিপন, অন্তুসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত ধ্রুব ফতুল্লা থানার ইসদাইর এলাকার মাধব চন্দ্র দাসের ছেলে। তার মা জানান, রাত সাড়ে আটটার দিকে দ্ইু বন্ধু বাসা থেকে ধ্রুবকে ডেকে নিয়ে যায়। রাবেয়া হোসেন প্রাইমারী স্কুলের সামনে তাকে তিন-চারজনে মিলে উড়ুতে এবং পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন ধ্রুবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশের ধারনা অতিরিক্ত রক্তক্ষনে তার মৃত্যু হয়েছে।
সটঃ নিহতের মা
ধ্রুব তার বাবা মায়ের একমাত্র ছেলে। সে এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। তার এই মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেনা প্রতিবেশীরা।
সটঃ নিহতের খালা
ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ছোট ভাই-বড় ভাই নিয়ে বিরোধের জের ধরে ধ্রুবকে তার সহপাঠিরা বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় মুল অভিযুক্তসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের একজন ক্লাস নাইনে ও বাকিরা ক্লাস ধ্রুব’র সাথে পড়ে। ধ্রুব’র বাবা বাদি হয়ে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। #
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ
তাং ১৮-০৫-২০২২
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...