মুক্তিযোদ্ধাদের সাথে শিল্পপতি মাসুদুজ্জামানের মতবিনিময় //
তল্লা পাঠাগারের সমস্যা সমাধানের দায়িত্ব মুক্তিযোদ্ধাদের উপরই ন্যাস্ত
নারায়ণগঞ্জ টিভি : মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযোদ্ধার সন্তান মাসুদুজ্জামান বলেছেন, মুক্তিযোদ্ধারা একাত্তর সালে হাতিয়ার তুলে নিয়ে আমাদের একটা মানচিত্র উপহার দিয়েছিলেন। তারা হাতিয়ার তুলে না নিলে আজকে বাংলায় কথা বলতে পারতামনা। পাঠাগারের স্বপ্ন দেখতে পারতাম না। গনতন্ত্রের কথা বলতে পারতাম না। আজকে তারা একটা বসার জায়গার জন্য আমাদের বলেন এটা অত্যন্ত লজ্জার বিষয়। আবার যারা পাঠাগার গড়েছে তারাও আমাদের সন্তান। তাদের আমন্ত্রনে এখানে দেশ সেরা মানুষেরা এসেছেন। তল্লাকে তারা জাতীয়ভাবে পরিচিত করেছে। আমি মুক্তিযোদ্ধাদের উপরই দায়িত্ব দিলাম। আপনাদের যতটুকু জায়গা প্রয়োজন হয় নেন। আপনারাই সমস্যার সমাধান করে দেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের তল্লা পাঠাগার এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান এর মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস, স্থানীয় কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ, মুক্তিযোদ্ধা আলী নূর, কুতুব উদ্দিন, পাঠাগারের সহ-সভাপতি কুতুব উদ্দিন শাহীন প্রমুখ।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, আমরাই আপানাদের সন্তান। আমি আপনাদের সন্তান হিসেবে গর্ববোধ করি। আমি এ অঞ্চলের সন্তান। যে অঞ্চল থেকে নারায়ণগঞ্জের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা যুদ্ধে গিয়েছিলো। তারা বড় বড় বীরত্বপূর্ন যুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধের গল্প শুনলে এখনো আমার শরিরের রক্ত টগবগ করে ওঠে। তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্য করে বলেন, এখন অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে যাদের বয়স পঞ্চাশ বছর। বিরোধীতা করো এসব জায়গায়। বিরোধীতা এলাকায় না। বিরোধীতা ভাইকে নিয়ে না। বিরোধীতা বাপকে নিয়ে না।
তিনি তল্লা পাঠাগারের প্রশংসা করে বলেন, এদের দাবীও সঠিক। এরা ভালো কাজ করছে। তাদের সাধুবাদ জানাই। এলাকায় কার কি অবদান আমরা জানি। আমরা সকলের অবদানকে শ্রদ্ধা করি।#
শরীফ উদ্দিন সবুজ, ৫-১১-২০২২।
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...