নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর হলেও মানছে না সাধারণ মানুষ। বিনাপ্রয়োজনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে বাইরে অবাধে চলাচল করতে দেখা যাচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে ভোর থেকেই নগরীর চাষাঢ়াসহ বিভিন্ন সড়ক মহাসড়কে ৩০টি চেকপোষ্ট বসিয়ে তৎপরতা শুরু করে জেলা পুলিশ। একই সাথে জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। বন্ধ রয়েছে সব মার্কেট, বিপনীকেন্দ্র ও দোকানপাটগুলো। তবে পাড়া-মহল্লায় দোকানপাট ও কাঁচাবাজার খোলা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচলও বেড়েছে।
লকডাউনের বিধিনিষেধ অনুযায়ী যাত্রীবাহি লঞ্চ, ট্রেন, অভ্যন্তরীন ও দূরপাল্লার বাসসহ সব গণপরিবহন বন্ধ থাকলেও নসিমন, সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা, ইজিবাইক, প্রাইভেট কারসহ তিন চাকার ছোট যানবাহনগুলো চলাচল করছে লাগামহীনভাবে। দ্বিগুন বা তারও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এসব ছোট যানবাহনের চালকদের বিরুদ্ধে।
চাষাঢ়া থেকে সাইনবোর্ড জনপ্রতি সিএসজিতে করে ৩০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা করে। অটোরিক্সায় আগে নেয়া হতো ২০ টাকা করে। সেই অটোরিক্সা বা ইজিবাইকে নেয়া হচ্ছে ৫০ টাকা করে জনপ্রতি।
ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মচারী আমিন উদ্দিন জানান, আগে ঢাকায় মতিঝিলে যেতে খরচ হতো ৭০ টাকা। এখন সেখানে খরচ শুধু যেতেই খরচ পড়ছে ২শ টাকা। তিনি বলেন, লক ডাউন করলে সব কিছু বন্ধ করে লকডাউন করা উচিত। লক ডাউন হবে আবার অফিস আদালত খোলা রাখা হবে এটি আমাদের মতো ছোট খাট চাকুুরীজীবিদের জন্য নির্যাতন ছাড়া আর কিছুইনা।
লক ডাউনের বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌভভাবে মহাসড়কে কাজ করছে। যাতে গনপরিবহন ঢাকার ভেতরে প্রবেশ বা বাইরে না আসতে পারে। তিনি বলেন, যারা কোন কারন ছাড়া বিনা কারনে প্রাইভেটকার বা মটোর সাইকেলে আসছে তাদের পুলিশ বাইরে বের হওয়ার কারনে জেনে যৌক্তিক মনে হলে ছেড়ে দিচেছ। অন্যথায় ঘুরিয়ে দিচ্ছে। তিনি বলেন, লক ডাউন পুরোপুরি বাস্তবায়ন করতে পুলিশ সর্বাতœক চেষ্টা চালিয়ে যাচ্ছে। #
রিপোর্টঃ শরীফ উদ্দিন সবুজ
ক্যামেরাঃ মোহাম্মদ আব্দুল্লাহ
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...