নারায়ণগঞ্জ টিভিঃ মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ আদর্শ নগর এলাকার তরুন ব্যবসায়ী শরিফ মাতব্বরকে ২০২০ সালের ১ এপ্রিল কুপিয়ে হত্যা করে এলাকার কিশোর গ্যাং শাকিল-লালন গ্রুপ। নিহতের বাবা আলাল মাতব্বর জানান, এ ঘটনার ২৮ আসামীর মধ্যে সাতজনকে পুলিশ এক বছরেও গ্রেফতার করতে পারেনি। গ্রেফতার হয়েছিলো ১৯ জন। এর মধ্যে ১১ জনই বর্তমানে জামিনে মুক্ত। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরোধীতা করায় এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে সে। এলাকার এক মহিলার কাছ থেকে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবী করে কিশোর গ্যাং লালন-শাকিল গ্রুপ। শরিফ লালন-শাকিলকে ডেকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জের ধরে লালন-শাকিল গ্রুপ শরিফের দোকানে হামলা চালায় এবং প্রায় এক মাস দোকান বন্ধ রাখতে বাধ্য করে। পরে এসব নিয়ে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার উপস্থিতিতে শালিশ বসে। শালিশে ঐ আওয়ামীলীগ নেতা লালন-শাকিলের পক্ষে রায় দিতে উদ্যোগী হলে এর প্রবল বিরোধীতা করে বক্তব্য রাখে শরিফ। এর জের ধরে শরিফকে হত্যা করা হয় বলে জানান শরিফের বাবা আলাল মাতব্বর।
এলাকার প্রভাবশালীরা শরীফ হত্যার বিচার পেতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন নিহত শরীফের বাবা।
এ হত্যাকান্ডের ভিডিও ফুটেজ থেকে দেখা যায় ৪১ জন সন্ত্রাসী এ হত্যাকান্ডে অংশ নেয়। এর মধ্যে মামলার এজাহার ও পুলিশের তদন্তে ২৮ জনের নাম উঠে আসে। শরীফ হত্যার আসামীদের মধ্যে যারা এখনো গ্রেফতার হয়নি তারা হচ্ছে দীপু, দেলোয়ার, সিজান, আসাদ, হাসিব, সিয়াম, ছোট রাজু। গ্রেফতার হওয়া আসামীদের মধ্যে ১১ জনই জামিনে মুক্ত হয়েছে। এরা হচ্ছে লালন, শাকিল, রাব্বি, রবিন, শাকিল-২, নূর মোহাম্মদ, কমল, স¤্রাট, জীবন ওরফে ওসমান, আল-আমিন ও মিলন। শরিফের বাবা জানান, জামিনে মুক্ত হয়ে আসামীরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে।
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...