নারায়ণগঞ্জ টিভিঃ কথিত ধর্ষনের পর হত্যার শিকার জিসা মনি’র ফিরে আসার আলোচিত ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া তিন যুবক আব্দুল্লাহ, নৌকার মাঝি খলিল ও রকিব জামিন পায়নি। এ মামলার জামিন ও রিমান্ডের শুনানীর ধার্য্য তারিখ ছিলো রোববার। ধর্ষন, হত্যার ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়ার পরও তিন আসামী জামিন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে খলিল মাঝির স্ত্রী শারমিন বেগম ও আব্দুল্লাহ্র পিতা আমজাদ হোসেন। নৌকার মাঝি খলিল জেলে থাকায় তার প্রতিবন্ধি সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে তার পরিবার।
জিসা মনি যার সাথে পালিয়ে গিয়েছিলো কথিত সেই স্বামী ইকবালকে জামিন না দেয়ার ও রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত তাকে জামিন দেয়নি, রিমান্ডও দেয়নি। তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। এ মামলার আসামীদের মুক্তির দাবীতে আদালত চত্ত্বরে মানববন্ধন করেছে পরিবার ও স্বজনরা।
আসামী পক্ষের আইনজীবী মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, তারা জজকোর্টে জামিনের জন্য আবেদন করবেন।
এ মামলার তদন্ত কর্মকর্তাকে আগেই ক্লোজড করে পুলিশ লাইনে যুক্ত করা হয়। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এসপি জায়েদুল আলম।
গত ৪ জুলাই স্কুলছাত্রী কিশোরী জিসামনি নিখোঁজ হয়। নিখোঁজের এক মাস পর ৬ আগস্ট তার বাবা অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তিন আসামীকে গ্রেফতার করে। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনের মুখে আসামীরা কিশোরিকে ধর্ষণের পর হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়ার কথা স্বীকার করে ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেয়। ২৩ আগস্ট ওই কিশোরি জীবিত উদ্ধার হলে পুলিশের তদন্ত ও আদালতে দেওয়া আসামীদের জবানবন্দি চরম প্রশ্নবিদ্ধ হয়।
রিপোর্টঃ শরীফ উদ্দিন সবুজ
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...