নারায়ণগঞ্জ টিভিঃ রাস্তায় জ্যাম না থাকলে নারায়ণগঞ্জ শহর থেকে সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ঘাট প্রায় দেড় ঘন্টার পথ। সেখান থেকে প্রায় চল্লিশ মিনিট সময় পর ট্রলারে মেঘনা নদীর বুকের দূর্গম চরাঞ্চল মায়াদ্বীপ। কাগজে কলমে মায়াদ্বীপ সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের অংশ। তবে বাস্তবে এটি চারদিকে মেঘনা নদী ঘেরা নাগরিক সুবিধা বঞ্চিত বিচ্ছিন্ন জনপদ। এ জনপদের উল্লেখযোগ্য মানুষ জেলে। জেলে শিশুদের শিক্ষিত করতে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৭ সালে ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’ নামের একটি স্কুল গড়ে তোলেন কবি শাহেদ কায়েস। কিন্তু স্কুলটি বন্ধ করে দিতে স্থানীয় বালু সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে। গত ২২ জানুয়ারী রাতে স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার পাখি এবং তার দেড় বছর বয়েসি মেয়েসহ পাঁচজনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এলাকার বালু সন্ত্রাসীরা। নিরাপত্তাহীনতার কারনে এখনো নুনেরটেকে নিজ বাড়িতে ফিরতে পারছেন এই শিক্ষিকার পরিবার।
হামলার পর আহত পাখির পরিবার চিকিৎসা নিতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাইলে বাধা দেয় হামলাকারিরা। তারা মায়াদ্বীপের ট্রলারগুলিকে নিষেধ করে এই শিক্ষিকার পরিবারকে পরিবহন না করতে। পরে কবি শাহেদ কায়েসের সহায়তায় সোনারগাঁ সদর থেকে যাওয়া ট্রলারে তারা থানা স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা নেন।
এ ঘটনায় আহতরা জানান, দশ-এগারো বছর আগে এই চক্রটি অবৈধভাবে বালু কেটে নুনেরটেককে হুমকির মুখে ফেলে দিয়েছিলো। কবি শাহেদ কায়েসের নেতৃত্বে গ্রামবাসীর আন্দোলনের মুখে এবং তৎকালীন জেলা প্রশাসনের পদক্ষেপের ফলে বালু কাটা বন্ধ হয়। বর্তমানে এই চক্রটি এখন মাদক ব্যবসা ও হুন্ডির ব্যবসা করছে। নিজেদের অপকর্ম গোপন করতে, এবং তাদের অবৈধ ব্যবসা অবাধে চালিয়ে যেতে এ চক্রটি স্কুল বন্ধ করতে চাইছে বলে হামলার শিকার পাখিসহ আহতরা জানালেন।
কবি শাহেদ কায়েস এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানান।
এ ব্যাপারে কথা বলতে ওসমান মেম্বার, আবুল হাশেমদের খোঁজ করলে তারা গ্রামে নেই বলে জানায় তাদের আত্মীয়রা। আত্মীয়দের দাবী স্কুল নয় স্কুলের একটি মেয়েকে ইভ টিজিং করা নিয়ে বিরোধের জের ধরে শিক্ষিকার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার পরপর স্থানীয় ইউএনও, এসি ল্যান্ড, থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আহতদের অভিযোগের সত্যতা খুঁজে পান। তবে ইউএনও বা থানা পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই ঘটনায় শিক্ষিকা মরিয়ম আক্তার পাখি’র ভাই মো. শরীফ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। পুলিশ এর মধ্যেই একজন হামলাকারিকে গ্রেফতার ও মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে। #
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ। ৪-২-২০২২
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...