নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জের পঞ্চবটিতে অবস্থিত বিসিক হোসিয়ারী শিল্প নগরীতে ৬৫০ টি গার্মেন্টস কারখানা। এসব কারখানার মাধ্যমে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আয় করে দেশ। কিন্তু যাদের মাধ্যমে এ বিপুল টাকা আয় হয় বিসিক শিল্প নগরীর সেই লাখ লাখ শ্রমিককে এসব গার্মেন্টসে আসতে হয় পানির নিচে ডুবে থাকা এই রাস্তা দিয়ে। বর্ষায় এ রাস্তার উপরে থাকে হাঁটু পানি। আর যখন বৃষ্টি থাকেনা তখনও এ রাস্তার উপরে পানি জমে থাকে। তার উপরে রয়েছে ড্রেনের গর্ত। ফলে প্রতিনিয়ত এখানে ঘটে দূর্ঘটনা।
এলাকার স্থায়ী বাসিন্দারা বলছেন, এক সময় এখানে ছিলো বিশাল কালিয়ানী বিল। যার উপরে গড়ে তোলা হয়েছে বিসিক হোসিয়ারী শিল্প নগরী। কালিয়ানী বিলের বাকি অংশ খাল হিসেবে রাখা হয়েছে পানি নিস্কাশনের জন্য। এ খাল দিয়ে বৃহত্তর মাসদাইর, শাসনগাঁও, বিসিক শিল্প নগরী, হরিহরপাড়া, জামতলা, গলাচিপা এলাকার পানি নিস্কাশিত হতো। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ খালের প্রশস্ততা এক সময় নব্বই থেকে একশ বিশ ফুট ছিলো যা মাসদাইর, হরিহরপাড়ার মৌজা নকশায় উল্লেখ আছে। কিন্তু বর্তমানে বেশিরভাগ জায়গায় এটি সরু নালায় পরিণত হয়েছে। খালের দু’পাশের গার্মেন্ট মালিকরা খাল দখল করে নিয়েছেন বলে জানিয়ে এলাকাবাসি সেনাবাহিনীর মাধ্যমে এ খাল উদ্ধারের দাবী জানান।
একই দাবী রয়েছে বিসিকের শিল্প মালিকদেরও।
অভিযোগ রয়েছে জনৈক জব্বার মিয়া গার্মেন্ট মালিকদের পক্ষে জমি ভরাট করতে গিয়ে খালও ভরাট করে ফেলেছেন। এবং এখনো ভরাট করছেন। তবে জব্বার মিয়া তা অস্বিকার করেন।
জেলা প্রশাসক জানান, বিসিক শিল্প নগরীর খাল উদ্ধারে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। এছাড়া খাল উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কেন কাজ শুরু করেনি সে বিষয়টিও তিনি খোঁজ নেবেন।
রিপোর্টঃ শরীফ উদ্দিন সবুজ।
ক্যামেরায়ঃ সাজিত হোসেন সজিত
ভিডিও টি শেয়ার করুনখেলা, নাচ, গান ভালো ফলাফলে বাঁধা হয়নি তাদেরশরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ হাইস্কুলের ছাত্রী আতিফা আফরিন। চার বছর আগে নাচে স্কলারশীপ নিয়ে তুরস্কে গিয়েছিলো। এছাড়া জাতীয় পর্যায়ে বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুনরোগিদের প্রতি মমতার দৃষ্টির আহŸান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি: নারায়ণগঞ্জসহ সারাদেশে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। এই বছর ডায়রিয়া যে শুধু আগেভাগেই শুরু হয়েছে তাই নয়, রোগীর সংখ্যাও আগের বিস্তারিত...
ভিডিও টি শেয়ার করুননারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমন নামের দশ বছর বয়সের একটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ বিস্তারিত...