ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে বন্দরের জামেয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় আলোচনায় বক্তব্য রাখছেন ইসলামী স্কলার, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভিপি ডক্টর শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আল-আযহারী
নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পনের বছর বয়সী কিশোরি দিশা মনি গত ৪ জুলাই বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পেয়ে এক মাস পর ৬ আগস্ট থানায় অপহরণ মামলা করেন বাবা জাহাঙ্গীর হোসেন। দিশার মায়ের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে গত ৭ ও ৮ আগস্ট পুলিশ একই এলাকার রকিব, আবদুল্লাহ ও খলিল নামের তিনজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে খলিল নৌকার মাঝি। গ্রেফতারের পর এই তিন আসামী দুই দফা রিমান্ড শেষে কিশোরী দিশাকে ধর্ষণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করে ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেয় বলে পুলিশ সেসময় গণমাধ্যমকে জানায়। বর্তমানে আসামীরা জেলাহাজতে রয়েছেন।
তবে ঘটনার প্রায় দেড় মাস পর গতকাল ২৩ আগস্ট বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে ওই কিশোরীকে জীবিত উদ্ধার করে পরিবারের সদস্যরা। মেয়েটির বাবা জাহাঙ্গীর হোসেন ও মা রেখা আক্তার বিষয়টি রাতে সদর থানায় গিয়ে জানান। তারা জানায় তাদের মেয়ে অন্য এক যুবকের সাথে পালিয়ে বিয়ে করে স্বামীর সাথে দেড় মাস যাবত ভাড়া বাসায় বসবাস করে আসছে। আসামীদের বিরুদ্ধে এখন তাদের আর কোন অভিযোগ নেই।
মৃত কিশোরী ফিরে আসায় এ মামলায় তিনজনকে গ্রেফতার ও তাদের জবানবন্দি দেয়ার বিষয়টিসহ পুলিশের পুরো তদন্ত নিয়ে প্রশ্ন তৈরী হয়েছে। আসামী আব্দুল্লাহর মা শিউলি বেগম ও খলিল মাঝির স্ত্রী শারমিন বেগম জানান, পুলিশ রিমান্ডে আসামীদের মারধর করেছে স্বিকারোক্তি আদায় করেছে। তিন পরিবারে কাছ থেকে ৪৭ হাজার টাকা ঘুষও আদায় করেছে বলে অভিযোগ করে তারা পুলিশের এই কর্মকর্তার বিচার দাবী করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, তদন্ত কর্মকর্তার গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঈদ উল আজহার রাতে সিদ্ধিরগঞ্জে শুভ হত্যা মামলার প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। ভোলাইলের শরীফ হত্যাকান্ডের চার্জশীট প্রদান নিয়েও তার পরিবারের রয়েছে অভিযোগ। এ সময়ে জীবিত কিশোরীকে মৃত প্রমান করে তিনজনকে মামলায় ফাসানোর অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। #
রিপোর্টঃ শরীফ উদ্দিন সবুজ
তারিখ: ২৪.০৮.২০২০
নারায়ণগঞ্জ টিভিঃ গনস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডাঃ জাফর উল্লাহ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যদি অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে ২৪ জনের মধ্যে অন্তত বারোজন লোক কম মারা যেতো। এ চিকিৎসা বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি : প্রধানমন্ত্রীর নির্দেশনার দীর্ঘ আড়াইমাস পর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে ১০ শয্যার কাঙ্খিত আইসিইউ ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত...
কুয়েতে লকডাউনে নারায়ণগঞ্জের অনেক শ্রমিক কুয়েতে কর্মরত রয়েছেন নারায়ণগঞ্জের পাগলার দেলপাড়া এলাকার বাসিন্দা সেলিম হাওলাদার। সেখানে লক ডাউনে থাকা নারায়ণগঞ্জের শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি নিজেই তৈরী করেছেন একটি প্রতিবেদন। বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভিঃ ঈদ-উল-ফিতরকে সামনে রেখে করোনার কারনে দুরাবস্থায় পড়া মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশন। সোমবার সকালে নগরীর টানবাজারে অবস্থিত বাংলাদেশ ইয়ার্ণ এসোসিয়েশন কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত...