ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে বন্দরের জামেয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় আলোচনায় বক্তব্য রাখছেন ইসলামী স্কলার, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভিপি ডক্টর শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আল-আযহারী
নারায়ণগঞ্জ টিভিঃ নারায়ণগঞ্জের জিমখানায় এক ভবনে রয়েছে তিন শতাব্দীর ইট। ভবনটির মূল অংশটি সাড়ে পাঁচশ বছরেরও বেশি পুরনো বলে জানিয়েছেন ভবনটির প্রাচীন মালিকদের বংশধর।
নারায়ণগঞ্জের ডিআইটি মার্কেটের শেষে জিমখানা সিএনজি-অটো ষ্ট্যান্ড। এই ষ্ট্যান্ডের পাশেই দেখা মেলে কয়েকটি পুরনো ভবনের। ১৮৮৫ সালে নারায়ণগঞ্জ থেকে প্রথম রেল চলাচল শুরু হয়। যেটি ছিলো পুরো বাংলার সবচেয়ে পুরনো রেললাইনগুলির অন্যতম। সেসময় নারায়ণগঞ্জের রেল ষ্টেশনটি ছিলো এই জিমখানাতে। পরে সেটি বর্তমান স্থানে সড়িয়ে নেয়া হয়। এ ভবনগুলির পাশেই রয়েছে প্রায় সাড়ে পাঁচশত বছরের পুরনো একটি মসজিদ। প্রাচীন এ মসজিদটি যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বেপারী বংশের বংশধর পশ্চিম দেওভোগ পাঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আহম্মদ আলী বেপারী জানান, তাদের পূর্ব পুরুষরা এক সময় সৌদি আরব থেকে মুঘল বাদশা আকবরের সময় ভারতে আসেন। পরে আওরঙ্গজেবের সময়ে তারা বরিশালে আসেন। সেখান থেকে ১৪০০ শতকের শুরুর দিকে তারা নারায়ণগঞ্জে এসে ব্যবসা শুরু করেন। থাকার জন্য তারা জিমখানার এই ভবনগুলি নির্মাণ করেন। ভবনের পাশে পরিবারের লোকজনের গোসল করার জন্য একটি পুকুর এবং আরেক পাশে মসজিদের জন্য একটি পুকুর খনন করান তারা। মসজিদের পুকুরটি এখনো আছে। পারিবারিক পুকুরটি না থাকলেও মাটিতে ঘাটের অবশেষ আছে। তিনি বলেন, যে ভবন দু’টি তাদের পরিবারের চিহ্ন হিসেবে টিকে রয়েছে সেটিতে একদিকে সাড়ে পাঁচশত বছর পূর্বের ইট রয়েছে। পরে তাদের সম্পত্তি রেলষ্টেশন নির্মাণের জন্য তারা রেলওয়েকে দিয়ে দেন। প্রায় দেড়শত বছর পূর্বে রেলওয়ে ষ্টেশন নির্মাণের জন্য তাদের সম্পত্তি অধিগ্রহন করে ভবন দুইটি সংস্কার করে। সেই দেড়শত বছর পূর্বের ইট ভবনগুলিতে রয়েছে। আবার সাম্প্রতিক সময়ে ভবনগুলি জরাজীর্ন হয়ে পড়লে যারা এসব ভবনগুলি ব্যবহার করছেন তারাও এগুলিকে সংস্কার করেছেন। ফলে বর্তমান সময়ের ইট-ও রয়েছে এ ভবন দুইটিতে। সব মিলিয়ে এ ভবনগুলিতে তিন শতাব্দির ইট রয়েছে বলে তিনি জানান।
পুরনো ভবনের ইট পরীক্ষা করে বয়স বের করার পদ্ধতি রয়েছে। সে পদ্ধতি প্রয়োগ করলেই জানা যাবে এ ভবনে থাকা ইটগুলির বয়স বা এ ভবন দুইটির বয়স কত। #
ভিডিওটির গবেষনা, স্ক্রিপ্ট ও নির্দেশনাঃ শরীফ উদ্দিন সবুজ,
কন্ঠ ঃ তাসনিয়া ইসলাম
ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মঈন উদ্দিন
নারায়ণগঞ্জ টিভিঃ গনস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডাঃ জাফর উল্লাহ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যদি অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে ২৪ জনের মধ্যে অন্তত বারোজন লোক কম মারা যেতো। এ চিকিৎসা বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি : প্রধানমন্ত্রীর নির্দেশনার দীর্ঘ আড়াইমাস পর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে ১০ শয্যার কাঙ্খিত আইসিইউ ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত...
কুয়েতে লকডাউনে নারায়ণগঞ্জের অনেক শ্রমিক কুয়েতে কর্মরত রয়েছেন নারায়ণগঞ্জের পাগলার দেলপাড়া এলাকার বাসিন্দা সেলিম হাওলাদার। সেখানে লক ডাউনে থাকা নারায়ণগঞ্জের শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি নিজেই তৈরী করেছেন একটি প্রতিবেদন। বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভিঃ ঈদ-উল-ফিতরকে সামনে রেখে করোনার কারনে দুরাবস্থায় পড়া মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশন। সোমবার সকালে নগরীর টানবাজারে অবস্থিত বাংলাদেশ ইয়ার্ণ এসোসিয়েশন কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত...