ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে বন্দরের জামেয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় আলোচনায় বক্তব্য রাখছেন ইসলামী স্কলার, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভিপি ডক্টর শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আল-আযহারী
নারায়ণগঞ্জ টিভিঃ শ্রমিক ছাটাই বন্ধ ও ছাটাইকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা পরিশোধ ও মাতৃত্বকালিন ছুটির সময় ভাতা প্রদানের দাবীতে নারায়ণগঞ্জের কাঁচপুরের সিন্হা ওপেক্স গার্মেন্টের শ্রমিকরা রোববার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এসময় শ্রমিক পুলিশ সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল এবং রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দেয়। প্রায় দেড় ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
সিনহা গার্মেন্টের শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে সিন্হা ওপেক্স গার্মেন্টের শ্রমিকদের বিভিন্ন কারনে ছাটাই করা হচ্ছে। কিন্তু শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা তিন মাসের আগাম বেতন ও গ্রাচুইটিসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হচ্ছেনা। এছাড়া নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটিতে গেলে বেতনের পাশাপাশি ভাতা প্রদান করার কথা থাকলেও তা প্রদান করা হয়না। প্রতি মাসের বেতন দেয়া হয় ১৫ তারিখের পরে। শ্রমিকরা পাঁচ তারিখের মধ্যে বেতন দেয়ার দাবী জানান। এসব সমস্যা সমাধানে শ্রমিকরা মালিক পক্ষের কাছে দাবি জানালেও তারা কর্ণপাত করছেনা। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে বলে শ্রমিকরা দাবী করেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার ও কাঠের গুড়ি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত সড়ক অবরোধের কারনে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কয়েক দফা তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা অনুরোধ উপেক্ষা করে পুলিশের উপর ইটপাকেল নিক্ষেপ করে। পরে বাধ্য হয়ে পুলিশ মৃদু লাঠি চার্জ , ফাকাঁ গুলি ও টিয়ার সেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সড়িয়ে দেয়। প্রায় দেড় ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এ ব্যাপারে কয়েক দফা যোগাযোগ করেও সিন্হা গার্মেন্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। ##
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ, ১৫-০৯-১৯।
নারায়ণগঞ্জ টিভিঃ গনস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডাঃ জাফর উল্লাহ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যদি অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে ২৪ জনের মধ্যে অন্তত বারোজন লোক কম মারা যেতো। এ চিকিৎসা বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভি : প্রধানমন্ত্রীর নির্দেশনার দীর্ঘ আড়াইমাস পর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে ১০ শয্যার কাঙ্খিত আইসিইউ ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত...
কুয়েতে লকডাউনে নারায়ণগঞ্জের অনেক শ্রমিক কুয়েতে কর্মরত রয়েছেন নারায়ণগঞ্জের পাগলার দেলপাড়া এলাকার বাসিন্দা সেলিম হাওলাদার। সেখানে লক ডাউনে থাকা নারায়ণগঞ্জের শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি নিজেই তৈরী করেছেন একটি প্রতিবেদন। বিস্তারিত...
নারায়ণগঞ্জ টিভিঃ ঈদ-উল-ফিতরকে সামনে রেখে করোনার কারনে দুরাবস্থায় পড়া মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশন। সোমবার সকালে নগরীর টানবাজারে অবস্থিত বাংলাদেশ ইয়ার্ণ এসোসিয়েশন কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত...